পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজ সংলগ্ন তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই স্কুল ছাত্র মোঃ সায়েম হোসেন লাশ ৪০ ঘন্টা পর উদ্ধার করে এলাকাবাসী ।
নিহত ঐ স্কুল শিক্ষার্থী ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকার মো. শাহ আলমের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
উপজেলার চাপাইর এলাকা থেকে গত বুধবার বেলা দেড়টার দিকে ওই শিক্ষার্থী তুরাগ নদিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর ফুফা মনজুরুল ইসলাম জানান,কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় শুক্রবার ভোর চারটার দিকে স্থানীয় মাছ ধরার লোকজন (মাঝিরা) একটি লাশ দেখতে পান। পরে এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে সিয়ামের স্বজনেরা ভোর পাঁচটার দিকে একটি ট্রলার নিয়ে ওই এলাকায় যান। সেখানে তাঁরা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।
উল্লেখ্য-গত বুধবার দুপুরে চাপাইর ব্রিজের নিচে তুরাগ নদে চাচা নজরুল ইসলামসহ নাদিম, তাওসিফ, জান্নাতুল আক্তারের সাথে সিয়াম হোসেন গোসল করতে তুরাগ নদে নামে। গোসলের একপর্যায়ে সিয়াম হোসেন পানিতে তলিয়ে গেলে সাথে থাকা লোকজন সিয়ামকে দেখতে পায় না। পরে তুরাগ নদের পাড় দিয়ে খোঁজাখুজি করতে থাকে। এখবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী ঘটনাস্থলে এসে নদে নেমে খোঁজতে থাকেন। পরে তাকে খুঁজে না পেয়ে এলাকাবাসি কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খব দেন। ফায়ার সার্ভিস কর্মকর্তার মাধ্যমে টঙ্গী থেকে একদল ডুবুরী এসে নদীতে উদ্ধারের জন্য কাজ শুরু করেন কিন্তু নদে ¯্রােত বেশি থাকায় নিখোঁজ সায়েমকে না পেয়ে ডুবুরিরা
সন্ধ্যার দিকে উদ্ধার কার্যক্রম স্থগিত করেন।