
পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা থেকে বুধবার (৫জুলাই) ভোর রাতে অটোরিকশা ছিনতাইয়ের মূলহোতা আলহাজ্ব খন্দকার ও এক নারী সদস্য সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বদু খন্দকারের ছেলে আলহাজ হোসেন, উপজেলার মেসির উদ্দিনের ছেলে হাশেম শিকদার, একই উপজেলার বামনদহ এলাকার সালমা বেগম, জামালপুরের বকশীগঞ্জের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন, রংপুর মিঠাপুকুরের ইউসুফ আলীর ছেলে জেনারুল হক।
পুলিশ জানায়, গত ৩ জুন চন্দ্রা থেকে একটি অটোরিকশা ভাড়া করে বামনদহ এলাকায় গরু কেনার কথা বলে সালমা আক্তারের বাড়ি নিয়ে যায় ছিনতাইকারীরা । বাড়িতে পৌছালে সালমাসহ ছিনতাইকারী ৪ সদস্য মিলে জুস পান করিয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে যায়। কয়েক ঘন্টা পর অটোরিকশা চালক ফয়সালের জ্ঞান ফিরলে অটোরিকশা না পেয়ে ডাক- চিৎকার করতে থাকে। পরে বাড়ির আশপাশের থাকা লোকজন এগিয়ে আসে। এবং ওই দিন বিকেলে অটোরিকশা চালক ফয়সাল কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সালমা আক্তারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকবর আলী খাঁন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে