পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে স্ব্তন্ত্র প্রার্থী হিসেবে জেলা রির্টানিং অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-১ আসনে র্নিবাচন করছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে আড়াইটার দিকে গাজীপুর জেলা রিটার্ণিং ও জেলা প্রশাসক বরাবর মনোনয়ন দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা ওহাব মিয়া, উপজেলা আ’লীগেরসহ সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, শামিমুজ্জামান শামীম, আতিকুর রহমান আতিক, পৌর আ’লীগ নেতা হারুন অর রশিদ সিকদার, আজাদ কামাল স্বপন, তোফায়েল আহম্মেদ প্রমূখ।