পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল- অবরোধের প্রথম দিনে বুধবার(৮ নভেম্বর) সকালে উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহসড়কে বিএনপির মিছিল চলাকালে সেখান থেকে আট নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিএনপ্র নেতার্কমীরা হলেন ,কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী, মোসলেম উদ্দিন, মোখলেস মৃধা ওরফে লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকন, রনি আহমেদ ও খোকন হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি’র ডাকা অবরোধে সকালে নেতার্কমীরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় মহসড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে। এ সময় পুলিশতাদের ধাওয়া করে ৮ নেতাকর্মীকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নাশকতার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের গাজীপুরজেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।কালিয়াকৈরে বিএনপির মিছিল চলাকালে ৮ নেতা কর্মী আটক।