পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
শ্রমিকদের নতুন বেতন অবকাঠামো বৃদ্ধির পড়েও মঙ্গলবার(৭ নভেম্বর) সকালে ফের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও যাত্রীবাহী দুই বাসে অগ্নিসংযোগের ঘটনায় চার ঘন্টা অবরোধ ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি শিল্প অধ্যুষিত এলাকা।
সকাল সাড়ে আটটা থেকে কোনাবাড়ি এলাকায় শিল্প শ্রমিকদের বিক্ষোভে শুরু হয়।এসময় উত্তেজিত শ্রমিকরা সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন কর্মজীবী লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত এন এন গার্মেন্টস, মিতালি ফ্যাশন লিমিটেড, কটন ক্লাব নিটওয়্যার লিমিটেডসহ কোনাবাড়ীর বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা গতকাল থেকেই বেতন বৃদ্ধির দাবিতে সকালে কাজে যোগদান না করে আন্দোলনের উদ্দেশ্যে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে আন্দোলন গঢ়ায় ভাংভুর ও অগ্নিসংযোগে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা যানবাহণ ভাংচুর ও একই স্থানে দুইটি আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পানি ছিটিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির সদস্যরাও তৎপরতা চালায়। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে যায়।
অন্যদিকে যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণ করে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম জানান, সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ীতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ আন্দোলন ও যানবাহণ ভাঙচুর ও দুটি বাসে আগুন দেয়। পরে র্যাব, বিজিবিসহ বিভিন্ন ডিপার্টমেন্টের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এবং ওই এলাকায় আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে