পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সাহেব পাড়া এলাকায় বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে রনি শেখ (৩৪) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ঐ যুবক উপজেলার সাহেব পাড়া এলাকার খোকন শেখের ছেলে। সে পেশায় ভাঙ্গারী মালামালের ব্যবসা করতেন।
স্থানীয়রা, নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত রনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন মাস কয়েক আগে একটি হাসপাতাল থেকে প্রায় তিন মাস ভর্তি থাকার পর বাসায় ফিরেন। এতে করে অনেক টাকা দেনা হয়ে যায়। এদিকে বাসায় ফেরার পর থেকেই তিনি অসুস্থতা ও মানসিক টেনশনে ভুগছিলেন। বুধবার সকালে কেউ বাড়িতে না থাকায় নিজের কক্ষে দরজা আটকিয়ে ঘরের আঢ়ার সাথে দড়ি গলায় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে এসময় বাহির থেকে তার পরিবারের স্বজনরা খোজ পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে নিহতের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আফজাল হোসেন জানান, আমরা খবর পাই একজন আত্মহত্যা করেছে পরে তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়েও বাচাতে পারেনি। পরে স্বজনদের কোন অভিযোগ নাথাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।