পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গতকাল সকাল সন্ধ্যা বিএনপি’র ডাকা হরতালের একদিন পরেই গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় সোমবার দুপুর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও দোকান পাট ভাংচুর করেছে আন্দোলনরত শ্রমিকরা। তবে পুলিশের দাবি এরা শ্রমিকনা আন্দোলনরত শ্রমিকদের বেশির ভাগ ১৩/১৪ বছরের হবে।
এদিকে দুপুরের পর থেকেই কোনাবাড়ি ফ্লাইওভারের নিছে আসে পাশের গলী থেকে শ্রমিক বেশে লোকজন মহাসড়কে জরো হতে থাকে এক র্পযায়ে মহাসড়কে মাঝখানে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে আন্দোলনরত শ্রমিকরা।
এদিকে পুলিশ তাদেও ছত্রভঙ্গ করে দিতে টিআর সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পুলিশ। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়ে। পুলিশ শ্রমিকদের লক্ষ করে সাউন্ড গ্রেনেট ছুরলে সারা এলাকায় রনক্ষেত্রের সৃষ্টি হলে। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আসে পাশের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে ধসঢ়;অপরদিকে ঐদিন সকালেই গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি পুলিশের গাড়িতে অগ্নীসংযোগ করে শ্রমিকরা। এদিকেইদন ব্যাপি গাজীপুর মহনগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শ্রমিকরা।
এ ঘটনায় রাসেল হাওলাদার নামের এক শ্রমিক আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় ঐ শ্রমিকের মৃত্যু হয় ।নিহত ঐ শ্রমিক হলেন ঝালকাঠী সদর থানার বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। সে মহানগরীর গাছা এলাকার নুর আলমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কলোম্বিয়া কারখানায় চাকরী করতেন। সে শ্রমিক আন্দোলনরত অবস্থায় সে আহত হয়। এদিকে শ্রমিক মৃত্যুর খবরে কোনাবাড়িতে মহাসড়ক অবরোধ সহ কাশিমপুর জরুন এলাকায় অনন্ত ফ্যাসান নামক কারখানায় সন্ধ্যায় আগুন ধরিয়ে দেয় শ্রমকিরা। এ ঘটনায় পরিস্থিতি নিয়ুন্ত্রনে নিতে গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনারের র্কাযলয় সাক্ষরিত প্রেস রিলিজ দেয়া হয়েছে।