পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ গেট এলাকায় শনিবার(২৮ অক্টোবর) রাত নয়টার দিকে আজমেরী পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নয়টার দিকে ৫/৭ জন অজ্ঞাত যুবক কোনাবাড়ি কলেজগেটে এলাকায় দাড়িয়ে থাকা আজমেরি পরিবহনের একটি বাসে হটাৎ ভাঙচুর শুরু করেন। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান।পরে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে আগুন নেভাতে র্ব্যাথ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। স্থানীয় ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ৯টার দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে করে এসে প্রথমে গাড়ি ভাংচুর করে পরে স্থানীয়রা কিছু বুঝে উঠার আগেই তারা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধড়িয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফুল উদ্দিন বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা এ ঘটনা ঘটাতে পারে।