সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল রোধে কঠোর অবস্থানে আছে সালনা কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ।
এদিকে সোমবার সকালে হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়ক থেকে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলরত ১৩টি ইজিবাইক ও ভ্যান আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসব ব্যাটরী চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলের মহাসড়কে যানজট সৃষ্টির একমাত্র কারণ এবং প্রায়ই ঘটছে নানা দূর্ঘটনা। এদিকে গত দেড় মাসে ইজিবাইক ও অটোরিকশা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় আট জন।
যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনা এড়াতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কঠোরভাবে তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক জানান মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে কোন অযান্ত্রিক যান কোন অবস্থাতেই চলতে দেয়া হবেনা। এ জায়গায় আমাদের অবস্থান জিরো টলারেন্স।