পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে স্বারদীয় দূর্গা পূজাঁকে সামনে রেখে উপজেলার প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পিরা।
আসন্ন এসব প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে খড়, কাঠ,সুতা, মাটি সহ অন্যান্য সামগ্রী। এছাড়াও মৃৎশিল্পিরা তাদের নিপুন হাতে তৈরি করছে দূর্গা, লক্ষী, সরস্বতী,গণেশ,কার্তিক,অসুর প্রতিমা সহ পাশাপাশি বানানো হয়েছে সিংস,হাঁস,প্যাঁচা, ও সাপ, মহিষ।
মন্ডপে মন্ডপে চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ আবার কোথাও চলছে রংতুলি দিয়ে রংয়ের কাজ,কোথাও আবার চলছে শাড়ী পড়ানো কাজ। এবার উপজেলার ১৩৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজার প্রতিমা তৈরির কাজ চলছে। ২০ অক্টোবর থেকে শুরু হবে পার্চঁদিন ব্যপি হিন্দু সনাতন র্ধমলম্বী এ স্বারদীয় র্দূগাপূজাঁ।
সরজমিনেগিয়েদেখাযায়উপজেলারকালামপুর,চাপাইর,বরদল,ভৃঙ্গরাজ,বলিয়াদি,সেওড়াতলী,গুসাএা,চান্দাবর,বাশতলী,সৈয়দপুর,তালতলী,সফিপুর,মৌচাক,ভান্নারা,বোয়ালী,গোলয়া,গোবিনপুর সহ এসব এলাকা ঘুরে দেখা যায় দূর্গা পূজার প্রতিমা তৈরিতে কাজ চলছে জোরে সরে। ইতিমধ্যে প্রতিমা তৈরিতে প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
বাকি ২০ ভাগ কাজ অতিদ্রæত শেষ হবে বলে জানিয়ে কার্তিক পাল,কৃষ্ণ পাল, দিলীপ পাল,উৎসব পাল, জয়দেব পাল সহ মৃৎশিল্পীরা বলেন প্রতিবছরের মতই তারা প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা তৈরি করছি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে তাই বাড়ছে ব্যস্ততা । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার সাহা জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে প্রত্যেকটি পূজা মন্ডপে সর্বক্ষণিক তদারকি ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া তিনি আরো জানান নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলায় ১৩৭ টি পূর্জা মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মিটিংয়ের মাধ্যমে সকল পূর্জা মন্ডপে একটি করে সি সি ক্যামেরা স্থাপন করা হবে, পূর্জা মন্ডপে নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ পুলিশ,আনসার , সহ গোয়েন্দা ও অন্যান্য প্রশসনিক তৎপর থাকবে। সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সহ কন্ট্রোলিং স্থাপন করা হয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় ।