গাজীপুর

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন: ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকা থেকে গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখ দুপুরে বাসন থানাধীন বারবৈকা মধ্যপাড়া সাকিনস্থ জনৈক লুৎফর এর  বাড়ীর সামনে পাকা রাস্তার পুর্ব-পার্শ্বে জাকিরের বাগানের ভিতর পরিত্যক্ত জায়গায় গলায় গামছা প্যাঁচানো উপুর করা অবস্থায় অজ্ঞাত একজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

বাসন থানা পুলিশ উক্ত মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করিয়া ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। যার প্রেক্ষিতে বাসন থানা পুলিশ বাদী হয়ে মামলা নং-০২ তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২১, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়। ঘটনার পরের দিন ভিক্টিমের স্ত্রী ফাতেমা  আক্তার (২৬) এ/পিঃ বেগমপুর (ফুয়াং গেট), জয়দেবপুর, গাজীপুর লাশের পরিচয় সনাক্ত করে। তার পরিচয় ও NID অনুযায়ী জানা যায় যে, ভিকটিমের নাম ও ঠিকানা মো: সেলিম সরদার (৩৩), পিতা মো: শাহ জামাল সরদার, গ্রাম: পশ্চিম উদয়নগর, ডাকঘর: চিলমারী, দৌলতপুর, কুষ্টিয়া এ/পি: বেগমপুর (ফুয়াং গেট), জয়দেবপুর, গাজীপুর । ফাতেমা আক্তার জানায় যে তার স্বামী সেলিম গত ৩১ আগষ্ট ২০২১ তারিখে  নিজের মালিকানাধীন পিক আপ নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও সক্ষম হয়নি।

মামলা রুজুর এবং ভিক্টিমের পরিচয় জানার পরে গত ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ তথ্য-প্রযুক্তির সহায়তায় বাসন থানা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুর ও হবিগঞ্জে জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে  ০১. মো: মারুফ হোসেন (৩০), পিতা: মো: আবদুল বাসেদ, সাং: দৌলতপুর, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ। বর্তমান রিপনের বাড়ীর ভাড়াটিয়া, রাজার বাজার, শ্রীপুর, গাজীপুর। ০২. এনামুল (২২), পিতা: মো: হারেস আলী, সাং: সানন্দাখীলা, থানা: ধোবাউড়া, ময়মনসিংহ। এ/পি মো: আলীর ভাড়াটিয়া, এরশাদনগর বস্তি, টঙ্গী পূর্ব, গাজীপুর । ০৩. মো: আমিনুল (২৪), মৃত: মোতালেব, সাং: টিকারচর ,থানা: শেরপুর, জেলা: শেরপুর এ/পি জামালের বাড়ির ভাড়াটিয়া, তেলিপাড়া, বাসন, গাজীপুর। ০৪. মো: শামীম (২৪), পিতা: মোহাম্মদ রফিজ মন্ডল, সাং: খড়রিয়া, থানা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল। এ/পি মানুর বাড়ীর ভাড়াটিয়া, দিঘীরচালা মাজারের সাথে ,বাসন, জিএমপি। ০৫. আবদুল আহাদ (৩৪), মৃত: রমিজ আলী, সাং চারিগাও, থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ। বর্তমান ঐ ।

প্রাথমিক পর্যায়ে আসামীরা উক্ত হত্যাকান্ডসহ আরো পিক আপ ছিনতাইয়ে জড়িত থাকার ঘটনা স্বীকার করে। প্রাথমিকভাবে জানা যায় যে, গত ৩১ আগষ্ট ২০২১ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় ভোগরা মোড় থেকে শামীম ও মারুফ সেলিমের পিকআপ ১৩০০ টাকায় মাওনা যাওয়ার জন্য ভাড়া করে।  বাসন থানাধীন শাহ আলম বাড়ী থেকে মিক্সার মেশিন নিবে বলে কৌশলে সেলিমকে আসামী মারুফ ও বোরহান সেখানে নিয়ে যায় এবং ঘটনাস্থলে আগে থেকেই ওত পেতে থাকা আমিনুল, এনামুল ও শামীম এর সহযোগীতায় সেলিমকে গলায় গামছা পেচিয়ে হত্যা করে। হত্যা শেষে লাশের হাত-পা বেধে ঘটনাস্থলে ফেলে যায় এবং মারুফ একা গাড়ি চালিয়ে রাজেন্দ্রপুর কাপাসিয়া হয়ে আশুগঞ্জে গিয়ে গাড়ীর জিপিএস খুলে ফেলে সহযোগী আহাদের কাছে গাড়ি হস্তান্তর করে।

গত ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে আশুগঞ্জ থেকে পুলিশ গাড়ীর জিপিএস এবং হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে আসামী আহাদের দেখানো মতে গাজীপুর সদর থানার মামলা নং- ৪০ (০২) ২০২১, ধারা-৩৯২ ও ২৪ (০৮) ২০২১, ধারা-৩৯২ মামলা-  এর ছিনতাই হওয়া পিকআপ সহ মোট ৭টি পিকআপ উদ্ধার করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker