পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহম্মদ নগর পেঁপে বাগান এলাকা থেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোহেল রানা (৩২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও একই উপজেলার র্পূবচান্দরা বোডমিল কাঠালতলা এলাকার নাসির হোসেন বহুতল ভবনের চারতলা থেকে ইয়ানুর হোসেন(২৩) নামের আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন ঠাকুরগাও জেলার পীড়গজ্ঞ উপজেলার বরচুনা সড়ক পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ।সে উপজেলার সফিপুর আন্দারমানিক পশ্চিম পাড়া এলাকার ফারুক হোসেনের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে স্থানীয় মাহমুদ ডেনিস কারখানায় চাকুরী করতেন।
নিহত ইয়ানুর হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৌয়ালধর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। সে বোডমিল এলাকার নাসির হোসেনের বাড়িতে বাড়া থেকে স্থানীয় লিবার্স কারখানায় চাকরি করতেন। তিনি বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।
স্থানীয়রা ও নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় গত দশ বছর আগে একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে আজ্ঞুমান বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে বিবাহিত স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরে আসেন। এদিকে বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদেও মাঝে জগড়া হতো। তাদের দুটি সন্তান রয়েছে বড় ছেলে আরাফতোর বয়স ৯ বছর সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র ছোট মেয়ে সোহাগী আক্তার শিমুর বয়স ৫ বছর। নিহতের স্ত্রী স্থানীয় যমুনা কারখানার শ্রমিক মাস খানেক আগে নিহত সোহেল জানতে পারে স্ত্রী আজ্ঞুমানের সাথে ঐ কারখানার এক যুবকের সাথে পরকিয়া সম্পর্কে জরিয়েছে। বিষয়টি জানা জানি হলে তাদেও পরিবারে কলহ দিগুণ আকাড়ে ধারণ করে। পরে বিষয়টি দিয়ে স্থানীয় মাতব্বর সহ পারিবারিক ভাবে সমাধান হয় কিন্তু নিহতের স্ত্রী বিষয়টি মেনে নিতে না পাড়ায় ১ সপ্তাহ আগে ঐ ছেলের সাথে স্বামী সন্তান রেখে পালিয়ে যায়। পরে সেই অপমান সইতে না পেরে গতকাল রাতের যে কোন সময় সফিপুর আহম্মদ নগর এলাকার পেপে বাগানের ভিতর গাছের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। এদিকে সকাল বাগানের পাশে খেলার মাঠে বাচ্ছারা ফুটবল খেলতে এসে ঐ ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদের আত্মচিৎকারে আসে পাশের লোকজন চলে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মৌচাক ফাড়িঁ পলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন রয়েছে।
এ ঘটনায় নিহতের বোন জামাই সফিকুল ইসলাম বলেন, এক মাস আগে নিজের স্ত্রীর পরকিয়ার ঘটনায় অনেকটাই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলো সোহেল। আর তাছাড়া পারিবারিক ভাবে সমাধান হলেও স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিলো না এদিকে সপ্তাহ খানেক আগে তার স্ত্রী অন্য ছেলের সাথে পালিয়ে গেলে আরো মানসিক ভাবে চাপে পরে গতকাল শুকবার অফিস বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন পরে রাত দশটার পর বাসা থেকে কাউকে কিছু না বলে বাহির হয়ে গেলে বাসায় আর ফিরে আসেনি। গতকাল অনেক রাত পর্যন্ত আমরা তাকে বিভিন্ন স্থানে খুজাখুজির পর সকালে জানতে পারি তার আত্মহত্যার কথা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ফাড়িঁ পুলিশের ইনর্চাজ শহীদুল ইসলাম (পিপিএম) বলেন, বোডমিল এলাকা থেকে উদ্ধার হওয়া ইয়ানুরের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।অপরদিকে শফিপুর আহম্মদ নগর থেকে উদ্ধার হওয়া সোহেলের লাশ নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুই লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।