পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুর:
”আমি এই সিয়ামরে নিমুনা আমারে মা কয় হেই সিয়ামরে আইন্যা দাও ” কথা গুলো বলতে বলতে বার বার কান্নায় র্মূছা যাচ্ছিলেন সিয়ামের মা ছেলের এমন র্দূঘটনা জনিত মৃত্যু যেন মেনে নিতে পারছেন নিহতের সহপাঠিরা ও আতী¡য় স্বজনরা।
গতকাল বৃহস্পতিবার(৩১ আগষ্ট) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার মকসবিলে নৌকা ভ্রমনে গিয়ে নিখোঁজ সিয়াম হোসেন (১৮) ।নিখোঁজের ১৬ ঘন্টা পর শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে পানির নিচ থেকে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস এর ডুবুরি দল । সে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষেও ছাত্র ।নিহত সিয়াম উপজেলার মাঝুখান গ্রামের মন্টু মিয়ার ছেলে।
উল্লেখ্য গতকাল মাঝখান এলাকার মর্নিং সান স্কুলের প্রতিষ্ঠাতা সেলিম হোসন তার পরিবার ও স্কুলের শিক্ষক শিক্ষাকিদের নিয়ে মকসবিলে বিকাল ৫ টার দিকে নৌকা ভ্রমনে যায় এসময় সিয়াম যায় তাদের সাথে। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় ইঞ্জিন চালিত নৌকাটি আনন্দ পার্কের পাশে মকশ বিলের উপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে বহনকারীা ইঞ্জিন চালিত নৌকাটি হঠাৎ আটকে গেলে মূর্হতেই আগুন ধরে যায়। এসময় অন্যন্যরা লাফিয়ে পড়ে তীরে উঠতে পারলেও সিয়াম পানিতে তলিয়ে যায়। এঘটনায় সেলিম হোসেনের স্ত্রী ঝুমুর ও কন্যা মেঘলা সহ ৪ শিক্ষক বৈদুতিক তারে দগ্ধ হলে স্থানীরা তাদের উদ্ধার করে সফিপুর র্মডান হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর থেকেই কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ গতকাল রাত থেকেই উদ্ধার কার্য চালিয়ে সিয়ামের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে ।
ধসঢ়;সময় ঘটনার আসে পাশে প্রায় হাজার হাজার উৎশোক জনতা ভীর করে এসময় সিয়ামের লাশ পাওয়া গেছে এমন সংবাদে তার সহপাঠিরা ও আত্বীয় স্বজনরা ঘটনাস্থলে ভীর করতে থাকলে সহপাঠির এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেননা তারা। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার পুলিশের উপ- পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম জানান, নিহত সিয়ামের স্বজনেরা মামলা করতে রাজি না হওয়ায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।