পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকা থেকে রোবাবর রাতে একদল চোর এক মাংস ব্যবসায়ীর চারটি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মাংস ব্যবসায়ী হলেন, উপজেলার আন্ধারমানিক গ্রামের আব্দুল খালেক। এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এলাকাবাসী ও মাংস ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানান, ওই এলাকার মাংস ব্যবসায়ী আব্দুল খালেকগত রাতে গোয়াল ঘরে ১০টি গরু রেখে ঘুমিয়ে পড়েন।
চুরি যাওয়ার ভয়ে গরুর মালিক আব্দুল খালেক গোয়াল ঘরে কয়েকটি সিসি ক্যামেরা লাগান। ওই রাতেই মালিকসহ ৫ জন কর্মচারী গোয়াল ঘরের পাশে পাহারা দিতে প্রতিরাতেই ঘুমাতেন। কিন্তু চতুর গরুচোর গোয়াল ঘরের দরজার শিকল কেটে ও সিসি ক্যামেরার তার কেটে ৪টি ষাড় গরু নিয়ে চম্পট দেয়। গরুর ঘরের পাশে গরুর মালিক আব্দুল খালেকসহ পাঁচ কর্মচারী সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গরুর ঘরে চারটি দামি গরু নেই।
চুরি যাওয়া গরুর মালিক আব্দুল খালেক বলেন, গরুগুলো এবার কোরবানীর ঈদেও হাটে বিক্রির জন্য রেখেছিলাম। চোরের ভয়ে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তারপরও আমরা গরুর ঘরে একটি পাটিশন দিয়ে প্রতিরাতেই ঘুমাতাম। চারটি গরুর দাম কমপক্ষে ৫-৬ লাখ টাকা বিক্রি করতে পারতাম।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই দয়াল চন্দ্র সরকার বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।