পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও সিনাবহ বাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে দূর্বৃত্তরা স্বর্ণালংকারসহ সাড়ে সাত লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ জানান, হরিণহাটি এলাকার মারুফ হোসেন মিঠু সকালের দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যান। এসময় তার বাড়ীতে কোন লোকজন না থাকায় কয়েকজন দূর্বৃত্ত ঘরের তালা ভেঙ্গে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। লুট হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বিষয়টি বাড়ীর অন্য ভাড়াটিয়ারা টের পেয়ে বাড়ীর মালিক মারুফ হাসান মিঠুকে ফোনে জানান।
তিনি বিকেলে বাড়ীতে ফিরে বাড়ীর গেইটের তালা, ঘরের তালা ভাঙ্গা দেখতে পান। তার ঘরের আলমারিয়া থেকে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এসময় মিঠু ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মারুফ হোসেন মিঠু জানান, আমি সকালে বাড়ীর প্রধান গেইট ও ঘরের কক্ষে তালা দিয়ে আদালতে হাজিরা দিতে যাই। পরে বাড়ীর অন্য ভাড়াটিয়ারা ফোনে জানান, তার ঘরের তালা ভাঙ্গা। বাড়ীতে এসে দেখি নগদ টাকাসহ স্বর্ণালংকার কে বা কারা লুট করে নিয়ে গেছে। অপর দিকে সিনাবহ বাজারের রাজির হোসেনের বিকাশের দোকানে দুপুরের দিকে দোকান খোলা রাখা অবস্থায় দুর্বৃত্তরা নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
দোকান মালিক ও এলাকাবাসীরা জানান, রাজিব হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার সিনাবহ বাজার এলাকা বিকাশের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে শৌচাগারে যান। কিছুক্ষণ পর দোকানে ফিরে এসে দেখেন তার ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা এবং ড্রয়ারে থাকা ২ লাখ ৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দোকান মালিক রাজিব হোসেন বলেন, পস্রাব করার জন্য শৌচাগারে যাই। কয়েক মিনিট পর দোকানে ফিরে এসে দেখি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে আমার ২ লাখ ৭ হাজারা টাকা কে বা কারা লুট করে নিয়ে যায়।
এসআই জুয়েল হোসেন জানান, পুলিশের কাছে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হই। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।