পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
নিখোঁজের ঘটনার চার দিন পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার গহীর বনের ভিতর থেকে শুক্রবার (১৬জুন) বিকেলে রিয়াদ হোসেন (২৪) নামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ঐ শিক্ষার্থী দিনাজপুরের ফুলপুর উপজেলার বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি ছাত্রাবাসে থেকে মিরপুর প্রাইম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো ঐ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায, উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার আব্দুস ছালামের বাড়ির পাশে বনের ভেতর ফাকা জায়গায় ঐ শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঐ শিক্ষার্থীর পকেটে থাকা পরিচয় পত্র থেকে শিক্ষার্থীর নাম ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সাথে কথা বলে পুলিশ জানতে পারে সে মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র। গত চার ধরে সে নিখোঁজ ছিলো। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, রিয়াদ হোসেন শিমুলতলী এলাকার একটি ম্যাসে ভাড়া থেকে ঢাকার মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতো। গত চারদিন আগে তাদের গ্রামের এলাকার এক ছেলে তাকে ম্যাস থেকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার নিখোঁজের ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারন ডায়েরীও করেছিল। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, লাশের পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।