পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকায় শুক্রবার (১৬ জুন) বিকালে পুকুরের পানিতে ডুবে মার্জিয়া আক্তার (৭) নামের মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ঐ শিশু শিক্ষার্থী উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের আহমদ আলীর কন্যা। সে ভাউমান টালাবহ মাদ্রাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ এর প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।
এলাকাবাসী ও নিহতের পারিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে শিশু মার্জিয়া আক্তার অন্যান্য সহপাঠীদের সাথে খেলতে যায়। এদিকে দীর্ঘ সময় তাকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেলে বাড়ির পিছনে খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে শিশু মার্জিয়াকে ভাসতে দেখে। পরে তাতক্ষনিক তাকে উদ্ধার করে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।
এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমেছে ।