পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
উপজেলা পরিষদের উন্নয়ন খাতের অর্থায়নে। অসহায় দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার (১৫জুন) সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেলাই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, বিশেষ অথিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, এসিল্যান্ড অনিন্দগুহ, উপজেলা প্রকোশলী কর্মকর্তা বিপ্লব পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এম তুষারী, বিভিন্ন ইউপি চেয়াম্যানসহ অন্যন্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
এসময় অসহায় দরিদ্র ও প্রতিবন্ধিদে মাঝে ২৫ টি হুইল চেয়ার, ৫০ টি সেলাই মেশিন, উপজেলার ভিন্ন ভিন্ন ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী ও দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারাসহ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা সমাজ কল্যাণ কমিটির মাধ্যমে ২৫ জনের মাঝে ৫০,০০০/- টাকা চিকিৎসা অনুদান বিতরণ করা হয়।