
পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গেসুরটেক এলাকায় সোহাগ হোসেন (১০) নামের এক শিশুকে (১৩ জুন ) রাতে চোর সন্দেহে হাত পা বেধে পাষবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।
আহত ঐ শিশু উপজেলার রাখালিয়া চালা গেসুরটেক এলাকার মো: জহির উদ্দিনের ছেলে।
অভিযুক্তরা হলেন, সিরাজগঁঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে জহিরুল ইসরাম (৪৫) ও তার স্ত্রী ময়না বেগম (৩৮) তারা একই এলাকায় ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করে আসছেন।
এলাকাবাসী, শিশুর পরিবার, থানার এজাহার সূত্র জানায় মঙ্গলবার রাত ১০ টার দিকে সোহাগকে চোর সন্দেহে দোকানের ভিতর আটকে রেখে পিছন মোরা হাত পা বেধেঁ পাষবিক র্নিযাতন চালায় এতে ঐ শিশুর একহাত ভেঙ্গে যায় পরে স্থানীয়রা ঐ শিশুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ১৪ জন বুধবারে ভোক্তভোগী শিশুর পিতা জহির উদ্দিন বাদি হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। পরে সেই অভিযোগের ভিক্তিতে পুলিশ দুই নির্যাতনকারীকে আটক করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, নির্যাতন ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নারী শিশু র্নিযাতন আইনে মামলা রজু করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।