পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বরাবো এলাকার গহীন জঙ্গল থেকে সোমবার (১২ জুন) সকালে সাদ্দাম হোসেন (৩০) নামের এক অটোরিক্সা চালকের অর্ধগলীত লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
নিহত ঐ ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের মৃত হাতেম মোল্লার ছেলে। সে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নাড়া পশ্চিম পাড়া বাবু মোল্লার বাসায় বাড়া থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জিবীকা র্নিবাহ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। বাবু মিয়া সর্ম্পকে নিহতের খালাতো ভাই।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত সাদ্দাম পেশায় দর্জির কাজ করতেন। পরে দর্জির আয়ে সংসার চলতো না বলে মাস খানেক আগে এক লক্ষ টাকা দিয়ে অটোরিক্সা কিনে নিজেই চালাতেন।
গত ৮ই জুন বিকালে সাদ্দাম জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বাহির হয়। এদিকে রাত গবীর হলেও সাদ্দাম বাসায় না ফেরায় স্ত্রী মুক্তি বেগম ও তার স্বজনরা বিভিন্ন্ স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার বিকালে মৌচাক ফাড়িঁতে একটি অভিযোগ দায়ের করে। পরে ১২ জুন সকালে উপজেলার মৌচাক বরাবো এলাকায় গহীন জঙ্গলে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। পুলিশের ধারণা মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকান্ড হতে পারে।
নিহতের খালাতো ভাই বাবু মোল্লা বলেন, সাদ্দাম মাঝে মধ্যে মাদক সেবন করতো এর আগের পরিবারের পক্ষ থেকে তাকে হুশিয়ারী করা হয় মাদক সেবন না করতে। এ ঘটনায় নিহতের স্ত্রী মুক্তি আক্তার বাদী হয়ে অঞ্জাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।
মৌচাক ফাড়িঁ পুলিশের ইনর্চাজ শহীদুল্লাহ ইসলাম বলেন, খবর পেয়ে সাদ্দামের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের ক্ষত দাগ আছে। ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড। তবে তদন্ত করে ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে।