পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মাওনা টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ট্রাক ও গ্যাস চালিত সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন ।
রবিবার (১১ জুন) ভোর ৬ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে মারাত্বকভাবে আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী এলাকার মুজিবুর রহমানের ছেলে সজীব আহমেদ (২৮)। ও একই উপজেলার বোয়ালি ইউনিয়নের গাছবাড়ী এলাকার আলম হোসেনের ছেলে শাহিন আলম (১৮)।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে শাহিন আলম ও সজীব আহমেদ বিদেশে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা দিতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ফুলবাড়িয়া বাজার থেকে সিএনজি যোগে কালিয়াকৈরে রওয়ানা দিলে বাসাকৈর এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে আসা মাওনাগামী ট্রাক সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শাহিন আলম ও সজীব আহমেদ নিহত হন। আরো ৩ যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ফুলবাড়িয়া ফাড়িঁ পুলিশের ইনচার্জ সোহেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়।