
পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের হল রুমে শনিবার বিকেলে ৪দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বায়েজিদ হোসেনের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি ও আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান মো: আব্দুল জলিল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, গুরু দয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক মো: শাহাজাহান মিয়া, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব এম তুষারী, বছির উদ্দিন, শিক্ষক মফিজুর রহমান মফিজ, শহিদুল ইসলাম মাষ্টার, আজহারুল ইসলাম লিখন প্রমুখ।