মালিক ও শ্রমিক সমিতির নামে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া সিএনজি ষ্ট্যান্ডে প্রতিদিন ৪০ টাকা নেয়া হয়। অনেক সময় চাঁদা না দিলে নির্যাতনের শিকারও হতে হয়। সেই চাঁদাবাজি বন্ধের দাবিতে শুক্রবার সকালে সিএনজি মালিক ও চালকরা বিক্ষোভ করেছেন। এসময়ে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
সিএনজি চালক ও স্থানীয়রা জানান, উপজেলার বাড়ইপাড়া থেকে প্রতিদিন ১১৫ সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে। আর এসব সিএনজি টেম্পু থেকে দৈনিক ৪০ টাকা ও মাসিক ৩০০ টাকা করে চাঁদা নেয়। চাঁদা না দিলে বাড়ি থেকে তুলে আনার হুমকির অভিযোগ করেন সিএনজি মালিক ও চালকরা। এ সময় বিক্ষোভ কারীরা জানান, বাড়ইপাড়া অটো টেম্পু মালিক সমিতির বর্তমান কমিটি সম্পূর্ণ অবৈধ। অটো টেম্পু মালিক বা শ্রমিকদের সাথে কোন আলাপ আলোচনা না করেই নির্বাচন ছাড়াই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
টেম্পু মালিক সোহরাব, ওলিম উদ্দিন, ফজলুল হক, শওকত হোসেন ও হানিফ মিয়া অভিযোগ করে বলেন, বর্তমান পকেট কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মহিদুল ইসলাম মজনু। তিনি কোন টেম্পু মালিক বা শ্রমিক না হয়েও কমিটির গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদক দেওয়ান মহিদুল ইসলাম মজনু ও কেশিয়ার সানোয়ার হোসেন এ রোডের ১১৫টি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা উত্তলন করেন মালিক ও শ্রমিকদের কল্যাণের কথা বলে। তারা আরো জানান, কোন মালিক বা শ্রমিক কোন দুর্ঘটনা বা ক্ষতিগ্রস্থ হলে কমিটির কোষাগার থেকে টাকা দেয়ার কথা থাকলেও কোন প্রকার অর্থ বা সাহায্য প্রদান করেননা শ্রমিক নেতারা। আদায়কৃত চাঁদার পুরোটাই তারা আত্মসাৎ করে থাকেন। অভিযোগ রয়েছে অটো টেম্পু মালিক সমিতির পকেট কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আটাবহ ইউনিয়নের ৯নং ওর্য়াড আ’লীগের সাবেক সভাপতি ছিলেন। দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে এ পদ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাসে দেওয়ান মজনু কে বহিষ্কার করা হয়।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দেওয়ান মহিদুল ইসলাম মজনু কে একাদিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি ।