✑ পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টঙ্গীর পশ্চিম গোপালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আ’লীগ সমর্থীত ও জায়েদা খাতুন সমর্থীত দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি।
এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বহনকারী গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী পরর্বতিতে টঙ্গী পূর্ব থানায় আশ্রয় নেয়।
জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী, তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতারা আমাদের ওপর হামলা করে আমার মাসহ (জায়েদা খাতুন) পাঁচ জনকে মারধর করেছে। আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তার জন্য থানায় এসেছি।’
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘মা বললে লিখিত অভিযোগ করব। রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনসহ নেতাকর্মীরা থানায় এসেছেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি।’
অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়ি ভাঙচুর বা মারধর করেনি ।