✑ পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর:
আসছে ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন ইতিমধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম আব্বাস।
তিনি এবার ঠেলাগাড়ী প্রতিকে নির্বাচন করছেন। ১নং ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম আব্বাস।
ওয়ার্ডের বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে দেখা যায়, সমস্ত স্থানে ঠেলাগাড়ী প্রতীকের পোষ্টার।
সাধারণ জনগনের মধ্যেও নির্বাচনকে সামনে রেখে বেশ উদ্দিপনা সাংবাদিকদের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম আব্বাস বলেন, গত ৫ বছরে এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। অনুন্নত রাস্তাঘাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এই এলাকার অনুন্নত রাস্তাঘাট অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, স্যুয়ারেজ লাইনসহ নানা ধরনের ভোগান্তি এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসী এবার দেখতে চায় নতুন মুখ। ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে কথা দেন আব্দুস সালাম আব্বাস। এ ছাড়াও দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।
১নং ওয়ার্ডের মাধবপুর এলাকার নারগিস বেগম নামের নাড়ী ভোটার বলেন, আব্বাস ভাই অনেক ভালো মানুষ। তিনি কাউন্সিলর না হয়েও সব সময় আমাদের পাশে থেকে এই ওয়ার্ডের নানা উন্নয়ন মূলক কাজে ভুমিকা রেখেছেন। তাছাড়া গত পাঁচ বছরে বর্তমান কাউন্সিলর আমাদের কোন খোঁজ খবর রাখেনি। কিন্তু বিপদে আপদে আমরা আব্বাস ভাইকে পাশে পাই।