✑ পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে পৌর সেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে ঝাড়– মিছিল করেছে পৌর সেচ্ছাসেবক দলের সাবেক নেতার্কমীরা।
সোমবার (১৫ই মে) সকালে পৌর সেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাহিদ হোসেনের নেতৃত্বে উপজেলার বোর্ডমিল কাঠালতলা এলাকা থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে সফিপুর বাজারের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিন করে ইবনে সিনার সামনে এসে মিছিলটি শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি পলাশ মাহমুদ, সদস্য আতিকুর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, এসএম বেলায়েত হোসেনকে আহ্বায়ক ও মহসিন মোল্লাকে সদস্য সচিব। কারিয়াকৈর পৌর সেচ্ছাসেবক দলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে তা কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষনা করেন।
ঝাড়ু মিছিলে এসময় সেচ্ছাসেবক দলসহ প্রায় দেড় শতাধিক নেতার্কমীরা এতে অংশ নেয়।