গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে কারণদর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গতকাল ১১ই মে বৃহস্পতিবার রাত দশটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ফরিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিঁঞ্জপ্তিতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এসময় জানানো হয় সিটি কর্পোরেশন র্নিবাচনে মেয়র পদে সতন্ত্র প্রতিদ্বন্দী প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) প্রতিক পাওয়ার পর থেকেই নিজের ছবির পাশে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম ও ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার ফেষ্টুন, লিফলেট এবং হ্যান্ডবিল ব্যবহার করছেন। যা নির্বাচন আইন বহির্ভূত নয়। সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের সমান।
অপরদিকে কারন দর্শানোর নোটিসে জানতে চাওয়া হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেনা সে বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন ব্যাংক স্টেটম্যান্টের দায়ে বাতিল করেন। এরপর দুইবার মনোনয়ন ফিরে পেতে আপিল করলেও সে আপিল বাতিল ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে মায়ের পাশে থেকে নির্বাচন করবেন বলে জাহাঙ্গীর আলম ঘোষণা দেন ।