গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার অসহায় কৃষক সারোয়ার হোসেনের ৫ বিঘা জমির ধান কেটে দিলো উপজেলা যুবলীগের নেতার্কমীরা।
সোমবার (৮ই মে) সকালে উপজেলা যুবলীগের শতাধিক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার নেতৃত্বে এই ধান কাটার কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ধানকাটা র্কমসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসিম আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আল মামুন, মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মধ্যপাড়া যুবলীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সুত্রাপুর যুবলীগের সভাপতি আশিকুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।
যুবলীগের সভাপতি হিরু মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল ভাই তাদের নির্দেশনায় মূলত আমরা ধান কাটার কর্মসূচি নিয়েছি। তাছাড়া যুবলীগ সব সময় অসহায় মানুষের পাশে আছে বঙ্গবন্ধু সোনার বাংলা র্নিমানে সব সময় কৃষকদের পাশে থেকে ধানকাটা র্কমসূচি অব্যহত রাখবে। অনেক কৃষক টাকার অভাবে পাকা ধান কেটে ঘওে তুলতে পারছে না তাদের পাশে থেকে যুবলীগ সেই সব অসহায় কৃষকদের ধান কেটে ফসল মাড়িয়ে ঘরে তুলে দিচ্ছে।
কৃষক সারোয়ার হোসেন বলেন, টাকার অভাবে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না ভয়ে আছিলাম যদি বর্ষা হয় তাহলে সব পাকা ধান নষ্ট হবে। এসময় উপজেলা যুবলীগ পাশে দাড়ায় বিনামূল্যে আমার পাচঁ বিঘা জমিনের ধান কেটে দেয় । আমি তাদের কাছে কৃতজ্ঞ।