গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লি বিদুৎ বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অনেক তিতাসের গ্যাস পাইপলাইন লিকেজের ঘটনা ঘটেছে। ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাসের গন্ধে অনেক এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। যে কোন সময় বড় দূর্ঘটনার আশঙ্কা ঘটবে বলে জানান এলাকাবাসীরা।
গত শনিবার গভীর রাত থেকেই মহাসড়কের পাশে গ্যাস লাইন লিকেজ হয়ে বুদ বুদ করে বেরোচ্ছে গ্যাস। এদিকে গ্যাসের গন্ধে ঘটনার স্থানের চারপাশে মানুষের অবস্থান করা দায় হয়ে দাড়িয়েছে। পথচারীদের নিরাপত্তা অবলম্বনে দেয়া হয়েছে তারের বেড়া। এদিকে প্রায় ১ বছর ধরে প্রায় সময় গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বেরোচ্ছে। বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে ।এই মহাসড়কের পাশেই রয়েছে পল্লীবিদুৎ এর ১১শ কেবি সাব স্টেশন। যার ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। সকাল হতেই মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে মিল কারখানা, স্কুল কলেজসহ হাজার হাজার পথচারীদের চলাচল। এক বছর ধরে বিভিন্ন সময় গ্যাসের গন্ধে মানুষের চলাচলে বিগ্ন হচ্ছে। এদিকে ঘটনাস্থলের ১০০ গজ দুরে রয়েছে তিতাস গ্যাসের অফিস ভবন।ভবনের এতো কাছে গ্যাস লিকেজ এর ঘটনা অথচ মেরামতে গড়িমশি তিতাস গ্যাস কতৃপক্ষের উদাসিনতাকে দায়ী করছেন স্থানীয়রা। অপরদিকে তিতাস গ্যাস কতৃপক্ষ বলছেন মহাসড়কের উন্নয়ন কাজ চলাকালে মাটি খুড়ার সময় মেশিনের আঘাতে গ্যাস পাইপ ক্ষতিগ্রস্থ হয়। তখন সাময়ীক মেরামত করলেও ফের কিছুদিন পর পর লাইন লিকেজ হয়ে গ্যাস বুদ বুদ আকারে বের হয়। তবে শীগ্রই মেরামতের জন্য কাজ ধরতে নতুন টেন্ডার করেছে তিতাস গ্যাস র্কতৃপক্ষ। এতে মহাসড়কের সাইড লাইনের সড়ক খুড়ে মেরামতের জন্য সড়ক ও জনপথের উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিস কর্মকর্তা মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দা ফজলুর হক বলেন, শনিবার রাত থেকে বুদ বুদ করে গ্যাস বেরোচ্ছে গন্ধের ঠ্যালায় আমরা চলতে পারিনা দম বন্ধ হয়ে আসে। তাছাড়া অনেকবার আগুন লাগছে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। চারদিন ধরে দেশের মুলমান সম্পদ গ্যাস এভাবে নষ্ট হচ্ছে কর্তৃপক্ষ মেরামত করেনা অথচ বাসাবাড়িতে রান্নার জন্য আমরা গ্যাস পাইনা।
এখানকার ফুটপাত দোকানদার আমিনুল মিয়া বলেন বিকাল বেলায় আমরা একটু কাঁচামালের দোকান নিয়ে বসি চারদিন ধরে দূর্ঘটনার আতঙ্কে বাজার নিয়ে বসতে পারিনা। প্রচুর গ্যাসের দূর্ঘন্ধ টেকা দায়। অনেকবার গ্যাস অফিসে অভিযোগ করেছি কিন্তু তারা কোন উদ্যোগ নেয়না।
উায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন প্রায় সময় এখানে অগ্নিকান্ড ঘটে। পথচারীদের নিরাপত্তার জন্য চর্তুপাশে তারের বেড়া দিয়ে দেয়া হয়েছে। আমরা তিতাস গ্যাস র্কতৃপক্ষকে অবগত করেছি। শীগ্রই তারা মেরামতের উদ্যোগ নিবেন তারা।