গাজীপুর

“ভোট বড় কথা নয় শহর রক্ষা বড় কথা” জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, হয়তোবা কাল আমার পায়ে শিকল পড়তে পারে, আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে গুম করতে পারে আমি আমার দেশবাসী ও নগড়বাসীকে বলে যেতে চাই যদি আমার মৃত্যু হয় বিশ্বাস করবেন আমার শহর রক্ষা করতে গিয়ে যা যা ভালো কাজ আছে সব করেছি। নির্বাচন আইনে যে পদ্ধতিতে র্নিবাচন করতে হয় গণতন্ত্র রক্ষার র্সাথে যেভাবে র্নিবাচন করতে হয় সেই পদ্ধতিতে আমি একজন নাগরীক হিসেবে মননোয়ন জমা দিয়েছি। তাছাড়া ২০১৮ সালে নির্বাচননে লক্ষ লক্ষ জণগনের ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে কি করা হয়েছে আপনারা সকলেই তা জানেন এ নগরবাসী ৫ বছরের জন্য আমাকে র্নিবাচিত করেছিল কি ঘটনার মধ্যে কি অবস্থায় আজকে আমি এখানে দাঁড়িয়েছি সে হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই নগররের প্রতিটি ভোটারের কাছে বলতে চাই আমি যদি এই শহরের মানুষের উপকার করে থাকি। ভালো কিছু করে থাকি নাগরীকের প্রতি আমি পায়ে হাত ধরে বলছি সবার কাছে সহযোগীতা চাই। এই শহর এই নগরকে রক্ষা করতে হবে না হলে এই শহরকে ধংশ করার লক্ষ্যে কিছু পায়তারা লোক তৈরি হয়েছে এখনো যেহেতু ৫ বছরের র্নিবাচিত মেয়র আমার এখন মেয়াদ শেষ হয়নি সে হিসেবে নগরবাসী ও দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো আমার কাছে যে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি এসব করা হয় পরবর্তিতে রাষ্টের যে অবকাঠামো রয়েছে বিশ্বাসের আস্থা কমে যাবে। আমি মনে করি এ শহরের মানুষের সাথে ছিলাম আছি থাকবো। আমি এ শহরের মানুষকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমি সেইসব করার জন্য প্রস্তুত আছি।

তিনি আরো বলেন এ পৃথিবীর আলো যে দেখিয়েছেন তিনি আমার মা। আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদে আমার মা আমার পাশে দাঁড়িয়েছেন তাই সন্তান হিসেবে আমার মাকে রক্ষা করার জন্য নগরবাসীকে বলবো আমার মা এই নগরবাসীর জন্য অনেক কাজ করেছে। আমার মা মননোয়ন জমা দিয়েছে আমি আমার মায়ের পাশে দাড়িয়েছি। মা যা চাইবে আমি সন্তান হিসেবে জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমি আ’লীগ করেছি জন্মের পর থেকেই আ’লীগ আছি। তাই আ’লীগের যাতে কোন ক্ষতি নাহয় আমি তা দেখবো কিন্তু আমি বলতে চাই আমার মায়ের চোখে যারা পানি এনেছে তাদেও ভাবিষ্যত কি হবে আমি নগরবাসীর কাছে জানতে চাই। আমার মায়ের ফর্মটা আমি নিয়ে আসছি। আর আমার ফর্মটা আমার দলীয় কর্মীরা এনেছে জমা দিয়েছে। যদিও আমি সর্বশেষ এসেছি সবার সাথে আলোচনা করেছি কিভাবে সমাধান করা যায়। এই ৫ বছর মেয়াদি মেয়রকে তিন বছরে একটা চিঠির মাধ্যমে আমাকে এ অবস্থা করেছে। হয়তাবা অনেকেই পাওয়ারের কারণে মিথ্যাচরাণ করতে পারে। আমাকে ফাঁসিয়ে দিতে পারে আমার বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। এদেশে অন্যায় কারিকে যেভাবে ক্ষতি করার নাটক সাজানো হয়। আমার বিরুদ্ধে হয়তোবা আমার বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। আমি বলতে চাই আজ আমি আপনাদের সামনে এসেছি কাল জীবনে নাও আসতে পারি কিন্তু আমি বলতে চাই আমি নগরবাসীর কোন ক্ষতি করি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখানকার কিছু লোক মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ক্ষতি করা হয়েছে। আমার শহরের মানুষের ক্ষতি করা হয়েছে আমি এই কঠিন সময়ে এখানে দাঁড়িয়েছি। ভোটটা বড় কথা নয় শহরটাকে রক্ষা করা বড় কথা। এখানে একটা মিথ্যার জয় হয়েছে একটা সত্যেও পতন ঘটেছে। যারা এ মিথ্যার জয় ঘটিয়েছে আমি তাদেরও বিচাঁর চাই। আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তিনি এ দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমার মায়ের স্থানে আছেন তাকে আমি মা বলে ডেকেছি। ওনি এ দেশের গার্জিয়ান যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা। মা যদি হুকুম করেন তাকে রক্ষা করতে এ নগরকে রক্ষা করতে নেতাকর্মীকে রক্ষা করতে যা প্রয়োজন আমি সব করবো।

বৃহস্পতিবার সকালে মনোনয়ন ফর্ম জমা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে না পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বরখাস্থকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন; পাশাপাশি তার মা জায়েদা খাতুনের নামেও আরেকটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের নির্দিষ্ট সময়সীমার আগের দিন বুধবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দুজনের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মেয়র পদের প্রার্থিতা নিয়ে গাজীপুরে তুমুল আলোচনার মধ্যেই বিকালে সাংবাদিকদের কাছে দুটি মনোনয়ন ফরম তোলার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ জাহাঙ্গীর আলম।

এর আগে ১৫ এপ্রিল মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে নৌকার কান্ডাারি করার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছিলেন, মানুষ চাইলে তিনি নির্বাচন করবেন। অপরদিকে জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ঢাকায় দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও কথা বলেন বলেন। তিনি প্রার্থী হতে পারেন এরকম আলোচনা জোরালই ছিল।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker