প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও নিজ নিজ কর্মস্থল গাজীপুরে ফিরতে শুরু করেছে মানুষ। টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষ হয়েছে গতকাল রোববার। এদিকে সোমবার থেকে সরকারিসহ বেসরকারি কিছু অফিস খোলা তবে কালিয়াকৈর উপজেলার কিছু কিছু মিল কারখানা বৃহস্পতিবার থেকে পুরুদমে খোলা। অপরদিকে ঈদের ছুটি শেষে আগে ভাগেই গ্রাম থেকে ফিরছেন অনেকেই।
মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় দেখা গেছে, অনেকেই পরিবার পরিজনকে নিয়ে ফিরতে। তবে যাত্রীদের বেশি চাপ নেই বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা আগামৗীকাল থেকে যাত্রী চাপ বাড়তে পাওে আশা করছেন তারা।
তবে অনেক যাত্রীরা কোন প্রকার যানজট ছাড়াই নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। উত্তরবঙ্গের প্রায় ১৭ টি জেলার একমাত্র কর্মস্থল গাজীপুর।
দিনাজপুর থেকে আসা মনিরা বেগম বলেন, বৃহস্পতিবার থেকে কারখানা খুলবে। তাই দুইদিন আগেই চলে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। কাল থেকে যানবাহনে যাত্রীদের চাপ বাড়তে পারে তাই তাড়াতাড়ি চলে এসেছেন। কিছু যাত্রীরা অভিযোগ করেন চন্দ্রা থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজিবাইক গুলো দিগুণ ভাড়া নিচ্ছেন। তবে যাত্রীদের নিরাপত্তায় কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন।