গাজীপুরের কালিয়াকৈরে উপজলোর দুয়ানীচালা এলাকায় জয়নাল হোসেন (৬০) নামের মাদকাসক্ত বৃদ্ধা হত্যার ঘটনায় প্রধান আসামী বৃদ্ধার ছেলে রনি মিয়া (২৫) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে সোমবার (২৪ এপ্রিল) সকালে গাজীপুর আদালতে প্রেরণ করলে সেখানে ১৬৪ ধারা মতে হত্যার কথা শিকারক্তি মূলক জবানবন্দি দিলে তাকে জেল হাজতে পাঠানোর র্নিদেশ দেয় গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার।
এর আগে ২৩ এপ্রিল বৃদ্ধা হত্যার ঘটনায় নিহত জয়নালের মেয়ে বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটা হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, গতকাল রাতে উপজেলার দুয়ানীচালা এলাকায় পারিবারিক কলহের জেরে পিতাকে গলায় বিদুতের তার গলায় পেচিয়ে হত্যা করে ছেলে রনি মিয়া। নিহত জয়নাল মিয়া নিয়মিত মাদকসেবন করতেন। মাঝে মাঝে মাদকের টাকার জন্য বউ ছেলের উপর অত্যাচার র্নিযাতন চালাতেন প্রতিবাদ করতে গেলে হতো হাতাহাতি। অপরদিকে ঈদের দিন নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সাথে জগড়া হয় পরে রাত ১১ টার দিকে জয়নার আবেদিন গোয়ার ঘরের পাশের কক্ষে ঘুমিয়ে পড়লে রনি ও তার মা পিতার উপর ঝাপিয়ে পরে এসময় ঐ বৃদ্ধা নিজেকে বাঁচাতে চেষ্টা করলে এ সময় রনি গলায় বৈদুতিক তার পেচিয়ে হত্যা নিশ্চিত করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপর র্মগে পাঠায়।