পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ মানুষ যেন গন্তব্যে পৌছতে পারে ও যাত্রীদের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসাথে কাজ করছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যাত্রীদের নিরাপত্তা, অপ্রিতিকর ঘটনা এড়াতে মাঠে গোয়েন্দা, মাজিস্ট্রেট, প্রশাসনসহ সবাই মিলে একসাথে কাজ করছে। এছাড়া আপনারা জানেন বর্তমান সরকার রাস্তাঘাট প্রসস্থ করা সহযাত্রী সাধারণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: শাহাবুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সকালে মহাসড়কে কিছুটা চাপ কম থাকলেও দুপুরের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ধীরে ধীরে উত্তরবঙ্গগামী প্রায় ১৭ টি জেলার ঈদমুখো মানুষের ভীর বাড়তে শুরু করেছে। মহাসড়কে গাড়ির চাপ বাড়ার সাথে সাথে কোথাও থেমে থেমে যানজটের দৃশ্যমান হচ্ছে। অপরদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।