বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্র লীগের নতুন কমিটি (আংশিক) মঙ্গলবার বিকেলে গঠন করা হয়েছে। বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি হল রুমে মীজা আবু সাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
কর্মী সমাবেশে আরো বক্তৃতা করেন, উপাচার্য অধ্যাপক ড: মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, মেহেদী হাসান শিশির, অনিমা জাহান প্রমা, তৌফিক হাসান তুষার, সাদিয়া ইসলাম উপামা প্রমুখ। পরে মীর্জা আবু সাঈমকে সভাপতি, অনিমা জামান প্রমাকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট এ ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রলীগের অন্যান্যে সদস্যও হলেন, সহ-সভাপতি যথাক্রমে হাসিবুল হাসান প্লাবন, মো: মেহেদী হাসান শিশির, সাদিদ আহমেদ, সাদিয়া হোসেন উপমা, ফারাহ আলম মীম যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মো: তৌফিক হাসান তুষার, মাহমুদুল হাসান নাদিম, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদি হাসান বাপ্পিকে করে ১০ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি এক বছরের জন্য ঘোষণা করে একটি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।