আমরা পরাণ ভরে দোয়া কারি আল্লাহ যেন বসুন্ধরা মালিককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। মনে করছিলাম এইবার ঈদে ছেলে পেলেদের মুখে কিছু দিতে পারোম না। কিন্ত বসুন্ধরা মালিক আমাদের এই দুঃসময়ে এক মাসের খাদ্য সহয়তা দেওয়ায় এবারের ঈদ ছেলে পেলেদের নিয়ে ভাল ভাবেই চলবে। আমার চারটি সন্তানের মধ্যে ৩টি প্রতিবন্ধি। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। বসুন্ধরা গ্রুপ আমার এই সংসারের দিকে যেন সবসময় নজর রাখেন। এই প্রত্যাশা করি। কথা গুলো বলছিল গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর কাইনারা এলাকার হতদরিদ্র জিন্নত আলী। গতকাল রবিবার বিকেলে বসুন্ধরা গ্রপের সহায়তায় কালের কন্ঠের শুভ সংঘের কালিয়াকৈর শাখার উদ্যোগে জিন্নত আলী ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের হাতে ঈদ উপলক্ষে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় জিন্নত আলীর স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, আমাদের ৩টি সন্তানই শারিরিক প্রতিবন্ধি। অনেক কষ্টে আমাদের সংসার চলে। আমার প্রতিবন্ধি সন্তানদের জন্য কিছু করতে বসুন্ধরার মালিকের প্রতি জোর দাবি জানাচ্ছি। রমজানের খাবার নিয়ে খুব চিন্তাই ছিলাম।আল্লাহর রহমতে বসুন্ধরা গ্রুপ আমাদের খাদ্য সহায়তা দিছে। আমি মনে করি এটা আল্লাহর রহমত। বসুন্ধরা মালিককে আল্লাহ ভাল করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠের শুভ সংঘ কালিয়াকৈর শাখার সভাপতি সালাহ উদ্দিন সৈকত, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ রাজন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার সীমান্ত, প্রচার সম্পাদক পুনম শাহরীয়ার ঋতু প্রমুখ।
কালের কন্ঠের শুভ সংঘের কালিয়াকৈর শাখার সভাপতি সালাহ উদ্দিন সৈকত বলেন, বুসন্ধরা গ্রুপ সব সময় দরিদ্র ও অসহায় মানুষের দাঁড়ায়। গত করোনার সময় দেশ জুড়ে মানুষের পাশে দাড়িয়েছে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ রাজন বলেন, বসুন্ধরা গ্রুপ হতদরিদ্রদের পাশে আছে এবং থাকবে। গত শীতে সারা দেশের ন্যায় কালিয়াকৈরেও বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।