গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া মালেক স্পিনিং এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি টিন সেড বাড়ির ৫টি কক্ষ পুড়ে গেছে।
রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মোতালেব হোসেনের টিনসেড বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা, ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সারে আটটার দিকে সবাই যখন তারাবীর নামাজ পড়ায় ব্যস্ত, হটাৎ ঐ বাসার ভাড়াটিয়া কায়েম হোসেনের রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত। পরে মুহুর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌঁছে এক ঘন্টার চেষ্ঠায় সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান র্নিধারন করা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ২ ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।