গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার শুক্রবার বিকেলে একটি সড়ক সংস্কারের দাবিতে গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, লিটন হাওলাদার, রাসেল আহমেদ, ইনজাম সরকার, গোলাম মোস্তফা, আবু হানিফ, রেজাউল করিম, সেলিম খন্দকার প্রমুখ।
বক্তারা জানান, উপজেলা আন্দারমানিক পূর্ব পাড়া পাকার মাথা হতে কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। দীর্ঘ ১০ বছর যাবৎ কোনো সংস্কার না হওয়ায় এলাকাবাসীর যাতায়াতে দুভোর্গ পোহাতে হয়। এই সড়ক দিয়ে তৈরি পোশাক কারখানার শত শত শ্রমিক ও পথচারীরা লস্করচালা, মাধবপুর, আরাবাড়ী, গোবিন্দ বাড়ি, ভবানীপুর, কাশিমপুর, হাতিমারা, জিরানি, সফিপুরসহ ১০ গ্রামের যাতায়াত করছে। এই সড়কে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানিতে ভরে যায়।
মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, সড়কটি দ্রুত সংস্কার করার জন্য উপজেলা পরিষদের তালিকাভুক্ত করা হয়েছে। দেরি হলে ইটের রাবিশ দিয়ে সাময়িকের জন্য রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।