গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীগন।
সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতির পিতা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তারসহ আরো অনেকে।
আরো পড়ুন: কমছে মুরগির দাম, ইফতারি তৈরির উপকরণের দামও নিম্নমুখী
এসময় উপস্থিত ছিলেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন মানববন্ধনে বক্তারা।
আরো পড়ুন: টাঙ্গাইলে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিহত
উল্লেখ্য: গত ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে নাজমুল হাসান তুহিন তার ব্যবসায়ীক পার্টনার আরিফ হোসেন মুন্সীকে সাথে নিয়ে ২৩ লক্ষাধিক টাকাসহ পলমল শিল্প কারখানায় পেমেন্ট দিতে গেলে তুহিন ও আরিফ হামলার শিকার হন। হামলা কারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়।
পরদিন নাজমুল হাসান তুহিনের বাবা বাদী হয়ে উল্লেখিত ছাত্রলীগের নেতা কর্মীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় ফয়সাল নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।