গাজীপুর

পৌর কৃষকলীগের পরিচিতি সভা কালিয়াকৈরে

গাজীপুরের কালিয়াকৈরে শুকবার (৩ মার্চ) সকালে পৌর কৃষকলীগের নব গঠিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

May be an image of 15 people, people sitting, people standing and text that says 'বাংলাদেশ কুষক লীগ কালিয়াকের পৌর শাখার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ৩রা মার্চ-২০২৩ইং, শুক্রবার, সকাল: ১০ প্রধান অতিথি: তারিখ জনাব সরকার মোশারফ ঘটিকা, স্থানঃ চ্দ্রা পৌর আওয়ামী লীগ অফিস প্রধান বক্তা: জনাব জহির হোসেন জয়, সভাপতি, কালিয়াকের পৌর আওয়ামী লীগ লাম জয়, সাধারণ সম্পাদক, কালিয়াকের পৌর আওয়ামী লীগ। অতিথি: জনাব দেওয়ান সভাপতিত্ত সরবেন: নূরুল হসলাম সরদার জনাব মোঃ লা্হ কাজী মোঃ রাজ্জাক মোঃ জনাব মোঃ হোসেন শাজ্ীপুর গীর আওয়ামী MAAAA সঞলনায়: মোঃ সহযোগী AVAVAVA সংগঠনের কালিয়াকের হমান বৃন্দ'

এ সময় কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি নূরুল ইসলাম সরদারের সভাপতিত্বে উপজেলার চন্দ্রাস্থ পৌর আ’লীগের দলিয় র্কাযালয়ে পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, গাজীপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রাজ্জাক, কালিয়াকৈর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ পৌর আওয়ামীলীগ, কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

পরে নব গঠিত পৌর কৃষকলীগের কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker