
গাজীপুরের কালিয়াকৈরে শুকবার (৩ মার্চ) সকালে পৌর কৃষকলীগের নব গঠিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি নূরুল ইসলাম সরদারের সভাপতিত্বে উপজেলার চন্দ্রাস্থ পৌর আ’লীগের দলিয় র্কাযালয়ে পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, গাজীপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রাজ্জাক, কালিয়াকৈর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ পৌর আওয়ামীলীগ, কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নব গঠিত পৌর কৃষকলীগের কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।