গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেজ হয়ে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।তবে পুরে গেছে পল্লীবিদ্যুৎ এর সাব স্টেশনের মূল লাইনের বৈদ্যুতিক তার ।
শনিবার (১৮ ফেব্রুয়ারী ) ভোর পাচঁটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লীবিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ভোর আনুমানিক ৫ টার দিকে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে গেলে মূহুর্তে পল্লীবিদ্যুতের সাব স্টেশনের বৈদ্যুতিক তারে আগুন লাগে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ।এছাড়াও এর আগে একই স্থানে বেশ কয়েকবার আগুন লাগে ।তিতাস গ্যাস কর্মকর্তাদের অবহেলার কারনে বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে মনে করছে স্থানীয়রা । তাছাড়া সব সময় গ্যাস বের হওয়ার কারনে সব সময় দুর্গন্ধ ছড়ানোর কারনে আতংকে চলাচল করছে পথচারীরা ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভোর পাঁচটার দিকে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগে পরে দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । তবে এ ঘটনায় কেও আহত হয়নি ।
Subscribe
Login
0 Comments
Oldest