গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আলতাফ হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ: ওহাব মিয়া। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর পৌর শিক্ষক সমিতির সভাপতি বশির উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউপি মেম্বার আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাই স্কুলে নিয়মিত নানা খেলাধুলার আয়োজন থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে যাতে খারাপ পথে চলে না যায় সে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। মোবাইল ফোন থেকে দুরে থাকার পরামর্শ দেন বক্তরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।