গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় গতকাল বুধবার রাতে হ্যামস নামক তৈরি পোষাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র র্বমন (৫০) দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন নিহতের স্বজনেরা। আরেক র্নিমান শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল র্ভতি করা হয়েছে। এ ঘটনায় হ্যামস গ্রুপের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনের নামে দায়িত্ব অবহেলায় প্রাণহানির অভিযোগে নিহত র্নিমান শ্রমিক মুকুল চন্দ্র র্বমনের ছেলে ভক্ত চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজন কে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মো: জাফর আলীর ছেলে ঠিকাদার শফিকুল ইসলাম (৩৫) অপরজন হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ফুলহারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার কাইয়ুম উদ্দিন (৩০ )।
এ ঘটনায় মামলার বাদী ভক্ত চন্দ্র বর্মণ বলেন, ‘গতকাল বুধবার হ্যামস নামের পোশাক কারখানার নতুন ভবনের ছাদ ধসে আমার বাবা চাপা পড়ে মারা যায়। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মানের নড়বড়ে খুঁটি ব্যবহারের কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে। তাদের গাফিলতির কারণে আমার বাবার মৃত্যু হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হোসেন রায়হান জানান ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার অন্যতম কারণ হচ্ছে, সাটারিং দুর্বল ছিল। সাটারিং দুর্বল হওয়ার কারণে লোড নিতে না পেরে ছাদ ধসে পড়ে।’ তবে ভালো মানের সাটারিং ব্যবহার করলে হয়তো এ র্দূঘটনা ঘটতো না।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন জানান কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা একটি মামলা রজু করা হয়েছে। এ মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি হ্যামস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’