গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ বাজার মোল্লা পাড়া এলাকায় রাবেয়া আক্তার পিংকি (১৫) নামের নবম শ্রেণীর শিক্ষার্থী গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সারে নয়টায় দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ মোল্লা পাড়া এলাকার রেজাউল করিমের বাসায় এ ঘটনা ঘটে।নিহত ঐ শিক্ষার্থী তার পরিবারের সাথে ভাড়া থেকে দেওয়ান আইডিয়াল স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করতেন।
নিহত ঐ শিক্ষার্থী বগুড়ার সোনাতলা উপজেলার কাবিলাপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ঐ শিক্ষার্থীর বাবা মা স্থানীয় বাজারে মুদির দোকান করে। তিন দিন ধরে মায়ের সাথে ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে ঐদিন সন্ধ্যায় মেয়েকে বাসায় রেখে দোকানে তলে আসলে। সন্ধ্যার পর কোন এক সময় মায়ের সাথে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে রাতে নয়টায় দিকে বাবা মা এসে দেখেন ঘরের দরজা বন্ধ।পরে মেয়ের কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঐ শিক্ষার্থীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায়। পরে পুলিশে খবর দিলে। রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঐ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।তবে মেয়েটা একটু জেদি ধরনের থাকায় মায়ের সাথে অভিমান করি আত্নহত্যা করে।