গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর পৌর ও মৌচাক ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে ও মৌচাক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীয় কমিটির সদস্য সিমিন হোসেন রিমি (এমপি), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি)।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, রফিকুল ইসলাম তুষার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারিউজ্জামান খান সহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।