গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক এলাকায় শুক্রবার বিকেলে মৌচাক যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৌচাক ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ। শান্তি সমাবেশে আরো বক্তৃতা করেন,কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, মৌচাক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আব্দুল মালেক, মাসুদ পারভেজসহ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রমুখ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ জানান, কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত সারাদেশের ন্যায় ইউনিয়ন পযার্য় শান্তি সমাবেশ কর্মসূচীর মধ্যে গাজীপুরের ৩৯টি ইউনিয়নে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসুচী পালন করা হয়েছে।