গাজীপুর জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে ঠায় পায়নি দুঃসময়ের কান্ডারি ছাত্রদলের নিবেদিত প্রান বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেকসহ সাংগঠনিক সম্পাদক ও কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনির বাবু।
গত বৃহস্পতিবার (২৬ ) গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলেও সেই কমিটিতে নাম আসেনি তার।
বিগত সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে জোরালো ভূমিকা রেখে বারবার আলোচনায় এসেছেন মনির বাবু। জেলাজুড়েই রয়েছে মনির বাবুর বিশাল কর্মী বাহিনী। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে মামলার শিকার হয়ে জেলও খেটেছেন একাধিকবার। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন।
এদিকে কমিটি গঠনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর মনির বাবু গণমাধ্যমকে জানান, দেশের জন্য রাজনীতি করে নিজের জীবনের সাথে সাথে মা বাবার জীবন সহ-পরিবারের প্রতিটি সদস্যর জীবন একটা বিষাদের দিকে উৎসর্গ করলাম। শুধু আমি করেছি এমনটাও না আমার উপর বিশ্বাস রেখে যারা আমার সাথে কাজ করেছেন প্রতিটি কর্মীর একই অবস্থা। কোন একটা কমিটির জন্য না। যারা আমাকে কমিটিতে রাখে নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের সমমর্যাদা দিয়ে আমাকে গণ্য করার জন্য। কমিটির জন্য আমি রাজনীতি করি না। কোন কমিটির হাত পা নেই, আলাদাভাবে শক্তিও প্রয়োগ করতে চাইনি কোনদিন চাইবো না । আমি আমার দলের স্বার্থে কাজ করি নিজের স্বার্থে নয়। বিগত দিনেও দলের পাশে ছিলাম আগামীতেও থাকবো।