গাজীপুরের কালিয়াকৈরে খোকন মিয়া (২৮) নামের মাদকআসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যপাড়া সাকাশ্বর এলাকার পরিত্যক্ত বাগানে এ ঘটনাঘটে। নিহত ঐ যুবক একই এলাকার আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়- গতকাল সন্ধ্যায় ভাত খেয়ে বাসা থেকে বেড়িয়ে যায় খোকন । পরে রাতে কোন এক সময় পরিত্যক্ত বাগানের কাঠাল গাছের ডালের সাথে গলায় লাইনং এর রশি পেচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার কওে পুলিশ। নিহত যুবক নিয়মিত মাদক সেবন করতেন। এছারা সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝে নেশার টাকা যোগাতে অটোরিক্সা ও বিভিন্ন কাজ করতেন।
অপরদিকে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ হস্তান্তর করে স্বজনদেও কাছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার এস আই সফিক জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নহিতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। নিজ থেকে গলায় ফাস দিয়ে আত্মহত্যার সব আলামত পাওয়া গেছে। ঘটনায় একটা অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে।