পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপায় আজাদুল ইসলাম (৪৫) নামের মাহমুদ জিন্স কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বিল্লাল হোসেন ও মুক্তা আক্তার আরো দুই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন।
রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার সামনে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার স্পটেই মারা যান ঐ নিরাপত্তাকর্মী, পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর পরই কারখানার শ্রমিকরা ক্ষিপ্তহয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়, ভাংচুর করে প্রায় দুই শতাধিক যানবাহন। অপরদিকে নিরাপত্তার্কমী মৃত্যুর প্রতিবাদে ও ফুটওভারব্রীজের দাবীতে সকাল সারে সাতটা থেকে দুপুর ১১.৩০ মিনিট র্পযন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিকরা।
এ সময় চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে দুরপাল্লার যাত্রীসহ পথচারীরা।
খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলেও শ্রমিকদের তোপের মুখে পরে একসময় শ্রমিকরা ক্ষিপ্তহয়ে সড়কে আটকে থাকা দুই শতাধিক যানবাহন ভাংচুর করে। অপরদিকে ঘটনাস্থল পরির্দশন করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, কালিয়াকৈর পৌরসভার মেয়র, সালনা হাইওয়ে থানা ও কালিয়াকের থানা ইনর্চাজ, শিল্প পুলিশের ইনর্চাজসহ আরো অনেকে।
এ সময় কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান শ্রমিকদের সাথে কথা বলেন। অতি শিগ্রই নতুন ফুটওভার ব্রীজ নির্মাণ ও নিহতের ক্ষতিপুরণ দিবে এই মর্মে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে দুপুর ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
এ ঘটনায় গাজীপুর শিল্পপুলিশ ১ এর ইনর্চাজ নিতাই চন্দ্র সরকার বলেন এঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা পক্রিয়াদিন। ৪ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।