গাজীপুরের কালিয়াকৈর ঠান্ডা মিয়া (৫০) নামের নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ঐ ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম পোগইল গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে। সে স্ত্রী দুই কন্যা সন্তানসহ উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘির পাড় এলাকার বনমালার বাসায় ভাড়া অপরদিকে উপজেলার ঢালজুরা ইউনিয়নের টেকিবাড়ি চানপুর এলাকা থেকে পরেশ রাজবংশী (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকাল ৯ টার দিকে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহত পরেশ ঢালজুরা ইউনিয়নের টেকিবাড়ি চানপূর এলাকার ধনরাজ বংশীর ছেলে গতকাল রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনী পরে সকালে আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা সেখান থেকে পুলিশ পরেশের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শনিবার বিকেলে দুপুর আড়াইটার দিকে উপজেলার লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিন এর নির্মাণাধীন ভবনের সাইডের স্টোররুমে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার, স্থানীরা ও পুলিশ সূত্র জানায় ঠান্ডু মিয়া বিভিন্ন স্থানে রড মিস্ত্রির কাজ করতো বিকাল তিনটার দিকে রিয়াজ উদ্দিন এর নির্মাণাধীন ভবনের স্টোররুম থেকে রডকাটা মেশিন নেয়ার সময় শ্রমিকরা তাকে আটক করে স্টোর রুমে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে তিনটায় দিকে স্টোররুম থেকে এ ব্যক্তির মৃত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার গলায় অর্ধেক ছেঁড়া লুঙ্গি ও বাকি অংশ ছিলো ঘরের আড়ার সঙ্গে। শ্রমিকরা জানান চোর সন্দেহে তাকে আটক করে স্টোর রুমে আটকে রেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়ার কথা বলে দরজা আটকে রেখে পুলিশে খবর দিতে যান তারা । এদিকে পুলিশ দরজা খুলে দেখেন লাশ মৃত অবস্থায় নিচে পরে আছে। এসময় তার গলায় লুঙ্গির ছেঁড়া টুকরা ছিলো।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মান সম্মানের ভয়ে আত্নহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু কারন জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত ওসি আব্দুল বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি মৃত অবস্থায় নিচে পরে ছিলো। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। অপরদিকে ঢালজুড়া থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে