গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মোঃ আলমগীর আল মাসুদ (৪৪) নামের যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন। নিহত ব্যক্তি হলেন নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে।
জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান জানান,সকালে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় সড়কে পাশে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, ও থানা পুলিশ এসে লাশের পরিচয় শনাক্ত করে, ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোনাবাড়ী থানার ওসি একেম আশরাফ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই যুবককে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে রেখেছে। তদন্ত করে দোষিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।